নয়াদিল্লিতে শান্তিকুমার সিংহকে সংবর্ধনা আতমল সংস্থার
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : অসম ও ত্রিপুরার মণিপুরি দিল্লিতে বসবাসকারীদের সংস্থা ‘আসাম তকিপুরা মিতৈ অপুন্বা লুপ’ (আমতল) এর প্রতিষ্ঠা দিবস পালন করা হল। এ উপলক্ষে নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউয়ের এমপি ক্লাবে ১৫০টি পরিবারের মহিলাদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট নাগরিক সমাজসেবী এম শান্তিকুমার সিংহ। অনুষ্ঠানে ‘নিঙোল চাকৌবা’ এর তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ফণীভুষন সিংহের পৌরোহিত্য সভায় মুখ্য বক্তা এম শান্তিকুমার সিংহ বলেন, মণিপুরী মহিলাদের সাহস, দক্ষতা সহ রাজনীতি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অবদান রয়েছে তা আজ বিশ্ব প্রসিদ্ধ। মা, বোন, স্ত্রী, বৌমা, কন্যা হিসেবে পরিবারের দায়িত্ব সমলানোর সঙ্গে সঙ্গে খেলার মাঠে কিংবা সাংস্কৃতিক জগতে তাঁরা অবদান রেখেই যাচ্ছে। শান্তি সিংহ আরও বলেন, মণিপুরীদের এক হয়ে জাতির স্বার্থে এবং ভবিষৎ প্রজন্মের জন্য আত্মসমালোচনা করার নিছক প্রয়োজনিয়তা রয়েছেন। তিনি নবগঠিত এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন এবং সব রকম সহযোগিতা করার আশ্বাস সহ আর্থিক সহযোগিতার হাতও বাড়ান।
সভায় উপস্থিত অসমের বরাক উপত্যকা ও ত্রিপুরার মণিপুরি বুদ্ধিজীবীরা শান্তিকুমারের প্রশংসা করেন এবং তাঁর পাশে সংস্থা সব সময় থাকবে বলে আশ্বাস দেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে কৈসাম সঞ্জীব বলেন, অসমে মণিপুরি সমাজ আজ প্রতিনিধিত্বহীন এই সময়ে তাঁরা শান্তিকুমার সিংহের মতো সমাজসেবককে পেয়ে । সভায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি হিজম রাজেন। স্বাগত বক্তব্য এবং উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষ্ণা দেবী।
এদিন নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির উদযাপন করা হয়। সভায় শান্তিকুমার সিংহ সহ সেপাক তাক্রো খেলার জাতীয় কোচ বিধুমখী সিংহ, উমসার সভাপতি রুপেন সহ দিল্লি পুলিশের পিএম সিকিউরিটির অফিসার বিপি রাওকেও সংবর্ধনা দেওয়া হয়। সভা পরিচালনা করেন নিবেদিতা দেবী। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সম্পাদিকা ইবেমচৌবী দেবী।