গোবিন্দপুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন শান্তিকুমার

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন কংগ্রেস নেতা ডাঃ এম শান্তিকুমার সিংহ। শনিবার গোবিন্দপুরস্থিত আলজামিয়াতুল ইসলামিয়া খানকা মাদানিতে উপস্থিত হয়ে এই সংস্থার প্রধান মওলানা আহমদ সায়েদ গোবিন্দপুরীর সঙ্গে সৌহার্দপূর্ন সাক্ষাৎ করে স্বাস্থ্যের খবর নিলেন শান্তিকুমার সিংহ।

গোবিন্দপুরীকে মণিপুরি গামছা পরিয়ে সম্মান জানান তিনি। মওলানা এতে খুশি হয়ে শান্তিকুমার এর সমাজ সেবামুলক কাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

মওলানা উনার পরিচালিত পিস মিসনে উপদেষ্টা হিসেবে শান্তিকুমার সিংহকে রাখতে ছেলে মওলানা হিলান আর্সাদকে নির্দেশ দেন। শান্তিকুমার সিংহ তা সাদরে গ্রহণ করেন। শান্তিকুমার সিংহ বলেন, মওলানা গোবিন্দপুরী বিশ্ব শান্তি ও সমাজে সম্প্রীতি রক্ষার জন্য দীর্ঘ দিন ধরেই কাজ করছেন। তাই মওলানার মতো লোকের সমাজের প্রয়োজন আছে। তাঁর দীর্ঘায়ু কামনা করেন। শান্তিকুমার এর সঙ্গে ছিলেন রাজুল লস্কর, ফিরদৌস আলম, সারিমুল আলম, টিএইচ তন সিংহ,  এল নন্দবাবু সিংহ প্রমুখ।

Spread the News
error: Content is protected !!