শামিম ও সাকাইকে ‘প্রাইড অব সোনাবাড়িঘাট’ অ্যাওয়ার্ড প্রদান বরাক তরঙ্গ-র

শামিম ও সাকাইকে 'প্রাইড অব সোনাবাড়িঘাট' অ্যাওয়ার্ড প্রদান বরাক তরঙ্গ-র

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : ক্রীড়া জগতে গ্রামের নাম উজ্জ্বল করায় উদীয়মান দুই যুবককে সংবর্ধনা জানালো ওয়েব নিউজ পোর্টাল ভারত তরঙ্গ গ্রুপ। জেলার ভেতরে ও বাইরে খেলাধুলার ক্ষেত্রে সোনাবাড়িঘাট গ্রামের সুনাম বৃদ্ধি করায় একজন উদীয়মান রেফয়ারি ও একজন ফুটবলাকে ‘প্রাইড অব সোনাবাড়িঘাট’ অ্যাওয়ার্ড দিয়ে সংবর্ধনা জানাল বরাক তরঙ্গ। শনিবার নিউ ইয়ং স্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের প্রয়াত সেলিম উদ্দিন বড়ভূইয়ার একমাত্র ছেলে শামিম আহমেদ বড়ভূইয়া ফুটবল মাঠে দক্ষতা ও সুনামের সঙ্গে রেফারির দায়িত্ব পালন করে গ্রামের নাম উজ্জ্বল করেছেন।

শামিম ও সাকাইকে 'প্রাইড অব সোনাবাড়িঘাট' অ্যাওয়ার্ড প্রদান বরাক তরঙ্গ-র

একই ভাবে দ্বিতীয় খণ্ডের সাহাব উদ্দিন লস্করের ছেলে সাহারুল ইসলাম লস্কর ওরফে সাকাই খানকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সাকাই ফুটবল খেলার একজন ভাল ডিফেন্ডার। তাঁর ডিফেন্ডার খেলোয়াড় হিসেবে বেশ সুনাম রয়েছে। তিনি বিভিন্ন দলের হয়ে জেলা ও বহির্জেলায় ফুটবল খেলে গ্রামের নাম আরও উজ্জ্বল করেছেন। দু’জনের এই কৃতিত্বের বরাক তরঙ্গ ‘প্রাইড অব সোনাবাড়িঘাট’ অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানায়। এ দিন বরাক তরঙ্গ এর ডিরেক্টর আশু চৌধুরী দু’জনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

শামিম ও সাকাইকে 'প্রাইড অব সোনাবাড়িঘাট' অ্যাওয়ার্ড প্রদান বরাক তরঙ্গ-র
শামিম ও সাকাইকে 'প্রাইড অব সোনাবাড়িঘাট' অ্যাওয়ার্ড প্রদান বরাক তরঙ্গ-র
Spread the News
error: Content is protected !!