শহিদ সুদেষ্ণা সিনহার ২৫তম শহিদ দিবস পালন বিহাড়ায়

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : অন্যান্য বছরের ন্যায় এবছরও সোমবার বেলা ১২ টা থেকে বিহাড়া তৃতীয় খন্ডে বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণ সংগ্রাম পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্টুডেন্ট ইউনিয়ন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহিলা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রাক্তন পরিষেবা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডিপ্লোমা হোল্ডারস সংস্থার সদস্যরা যৌথভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাতৃভাষা ভাষা শহিদ সুদেষ্ণা সিনহার ২৫তম শহিদ দিবস পালন নানান কার্যসূচির মধ্য দিয়ে।

এদিন প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহিদ সুদেষ্ণা সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সংস্থার সদস্যরা। এরপর উপস্থিত সংস্থার সদস্যদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহিদ সুদেষ্ণা সিনহা নিজের মৃত্যুর মাধ্যমে একটি ভাষাকে তার মৃত্যুদশা থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাই পৃথিবীর ভাষার ইতিহাসে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাতির ইতিহাসে ১৬ই মার্চ  অন্যতম গুরুত্বপূর্ণ দিন।বিশ্বের নানা দেশেই ভাষার অধিকারের লড়াই হয়েছে।

শহিদ সুদেষ্ণা সিনহার ২৫তম শহিদ দিবস পালন বিহাড়ায়

নানা দেশে যে আন্দোলনগুলো হয়েছে, সেগুলোর কোনটা অহিংস, কোনটা ছিল সহিংস। সুদেষ্ণাই পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষাশহিদ, যিনি মাতৃভাষা স্বীকৃতির আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, পৃথিবীতে এ যাবত দু’জন নারী ভাষার জন্য প্রাণ দিয়েছেন,তাঁর মধ্যে সুদেষ্ণা সিনহা একজন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণ সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি শ্যাম কিশোর সিনহা, সমাজকর্মী ফুল কুমার সিনহা, কানাইলাল সিনহা, বাসুদেব সিনহা, প্রভাস সিনহা, মিনাল কান্তি সিনহা, বিদ্যাবিনোদ মিশ্র, সমাজকর্মী রত্নজ্যোতি সিনহা প্রমুখ।

শহিদ সুদেষ্ণা সিনহার ২৫তম শহিদ দিবস পালন বিহাড়ায়
Spread the News
error: Content is protected !!