দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে : শাহাদত আহমদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : কংগ্রেসের ভিত দক্ষিণ করিমগঞ্জে ক্রমশ শক্তিশালী হচ্ছে। জনগণের আস্থা ও সমর্থন গত কয়েক বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাঁর ভাষায় আজ দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের শক্তি আগের তুলনায় দ্বিগুণ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে প্রবীণ সর্বস্তরের মানুষ আবারও কংগ্রেসের পতাকা তলে সমবেত হচ্ছেন।
সম্প্রতি অসম জাতীয় পরিষদে (AJP) করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর এমন মন্তব্য করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, মুখপাত্র তথা মিডিয়া ইনচার্জ এবং নিলামবাজার ব্লক কংগ্রেসের ইনচার্জ জেনারেল সেক্রেটারি শাহাদত আহমদ চৌধুরী (স্বপন)। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আব্দুল মতিন কোনও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নন, তিনি একজন সাধারণ ভোটার মাত্র।
উল্লেখ্য, আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। একদিকে এজেপি জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন মুখকে দলে টানতে চাইছে, অন্যদিকে কংগ্রেস নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে মাঠে নেমেছে।