সোনাবাড়িঘাটের প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী শাহাব উদ্দিন চৌধুরী প্রয়াত, শোক

সোনাবাড়িঘাটের প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী শাহাব উদ্দিন চৌধুরী প্রয়াত, শোক

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : সোনাবাড়িঘাট বাজারের প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী শাহাব উদ্দিন চৌধুরী আর নেই। শনিবার রাত দু’টা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবনতি ঘটলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। জানাজার নামাজ আজ রবিবার ৩-৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ আত্মীয়স্বজন। চৌধুরীর প্রথম স্ত্রী কয়েক বছর আগেই প্রয়াত হন। প্রয়াত শাহাব উদ্দিন চৌধুরী সৈদপুর চতুর্থ খণ্ডে স্থায়ীভাবে বসবাস করলেও মূলত দুধপাতিলের আদি বাসিন্দা। সোনাবাড়িঘাট বাজারে প্রায় কুড়ি বছর ধরে তিনি ব্যবসা করছেন। প্রয়াত চৌধুরী ব্যবসা শুরু করার আগে সমবায়ের ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

সোনাবাড়িঘাটের প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী শাহাব উদ্দিন চৌধুরী প্রয়াত, শোক

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান বাজার কমিটির সভাপতি ফজলুল হক মজুমদার ও সম্পাদক সুমিন কানিয়াল। বাজার কমিটির পক্ষে কালো পতাকা উত্তোলন ও ১ ঘন্টা সমস্ত দোকানপাট বন্ধ রেখে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

Spread the News
error: Content is protected !!