বালিপিপলায় নববিবাহিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকের ছায়া
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বাজারিছড়া থানা অধীন বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের আদিত্যনগরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। গলায় শাড়ি বেধে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৩৫ বছর বয়সী এক যুবকের নিথর দেহ। মৃতের নাম বিশ্বজিৎ দাস। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা এক আত্মীয়ের গৃহ প্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে বাইরে যান। তখন বাড়িতে বিশ্বজিৎ ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। দুপুর প্রায় একটা নাগাদ বিশ্বজিতের মা ঘরে ফিরে এসে দেখতে পান, তার ছেলে নিজ ঘরে সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলছে। ছেলের এমন দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন ও হাল্লা চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে বিষয়টি জানানো হয় নাগ্রা পেট্রোল পোস্টে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও বৃদ্ধা মা। এক ভাই কর্মসূত্রে বেঙ্গালুরুতে বসবাস করেন। বিশ্বজিৎ নিজেও দীর্ঘদিন বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই কয়েক মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন ও বিয়ে করেন। এদিকে, নিজের পঞ্চায়েত এলাকার এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে বালিপিপলা জিপির সভানেত্রীর প্রতিনিধি শ্রীমৎ দাস মৃতের বাড়িতে পৌঁছান। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এই আকস্মিক ও করুণ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে কি কারণে সে এই চরমপন্থা নিল তা জানা যায়নি।