বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার এবং পুলিশকে মারধর, আটক এবিভিপির বেশ কয়েকজন সদস্য

২২ জুলাই : গোরক্ষপুরে দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার এবং পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)–এর সদস্যদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার এবং পুলিশকে মারধর, আটক এবিভিপির বেশ কয়েকজন সদস্য

শুক্রবার ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিল এবিভিপি। উপাচার্য বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই মতো শুক্রবার ছাত্র সংগঠনের সদস্যরা দেখা করতে চাইলে তাঁদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন শীর্ষ আধিকারিকরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এবিভিপি–র সদস্যেরা। অভিযোগ, তাঁরা উপাচার্যের কার্যালয় ভাঙচুর করেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লুটপাট চালান এবং দরজা ভেঙে দেন। ছাত্রকল্যাণ সমিতির ডেপুটি ডিন–সহ বেশ কয়েকজন অধ্যাপককেও মারধর করা হয় বলে অভিযোগ। এই বিক্ষোভের জেরে কার্যকরী সমিতির অনেক সদস্যও আহত হন।

ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশি হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এবিভিপির সদস্যরা পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন এবিভিপির সদস্যকে আটক করে। সংবাদ আজকাল অনলাইন।  

Author

Spread the News