লঙ্কায় বন্য হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার
বরাক তরঙ্গ, ১২ জুন : লঙ্কায় বন্য হাতির তাণ্ডবে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার গুলো। বুধবার ভোরে চারটি বন্য হাতির একটি দল কাকি টিলাবাজারে বিহারি বসতিতে তাণ্ডব চালায়। ২০০০ বিঘা জমিতে আক্রমণ করে এবং ধান, নারকেল গাছ এবং অন্যান্য জিনিসপত্র ধ্বংস করে।
উল্লেখ্য, ২ জুন একই এলাকার সুন্দর হরিজনে ঘরে আক্রমণ করে হাতিগুলো। এরপর তিনি ঘর মেরামত করেছিলেন। বুধবার দ্বিতীয় বার হাতিগুো তাণ্ডব চালালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
এ দিকে, জগদীশ যাদব, সতীশ যাদব, মিঠুন দাস এবং শুভতী দেবীর ঘরে হামলা করে বন্য হাতিগুলো। তাদের ঘর লণ্ডভণ্ড করে ফেলে।