দেবজিৎ রী-র হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে স্মারকপত্র এসইউসিআইর
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : দেবজিৎ রী-র হত্যাকাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে বৃহস্পতিবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র জেলা আয়ুক্তের কাছে প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে দেবজিৎ রী-র হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে ভবিষ্যতে এধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করে শক্তিশালী চার্জশিট তৈরি করতে হবে তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, দলের প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ, নকুলরঞ্জন পাল প্রমুখ। তাঁরা জেলা আয়ুক্তকে বলেন দোষীদের গ্রেফতার করলেই অপরাধ দমন হয়ে যায় না, অপরাধহীন সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। স্মারকপত্রের প্রতিলিপি পুলিশ সুপারের নিকট জমা দেওয়া হয়।