টানা বৃষ্টিতে স্থবির শ্রীভূমির জনজীবন, জলমগ্ন সেটেলমেন্ট রোড

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ মে : শ্রীভূমি জেলার সদর এলাকা কয়েকদিনের টানা ভারি বর্ষণে কার্যত জলমগ্ন। শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সেটেলমেন্ট রোড এখন যেন এক প্রবাহমান জলধারা। হাঁটু-সমান জল জমে গেছে রাস্তায়, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের চেনা চিত্র যেন এক মুহূর্তে বদলে গেল। রাস্তায় জল— ছাতা মাথায়, হাতে ব্যাগ কিংবা জরুরি জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে চলেছেন সাধারণ মানুষ। পাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি অটোরিকশা, যেগুলোর চাকা অর্ধেক ডুবে আছে বৃষ্টির জলে। অনেকেই ঝুঁকি নিয়েই ব্যক্তিগত বাইক বা স্কুটিতে চলাচলের চেষ্টা করছেন, তবে প্রতিটি মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

সাধারণ মানুষ অভিযোগ করছেন, ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। পুর প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি বলেই অভিযোগ বাসিন্দাদের। ব্যবসায়ীরা বলছেন, দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্যসামগ্রী। সকাল থেকেই দোকানপাট বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

টানা বৃষ্টিতে স্থবির শ্রীভূমির জনজীবন, জলমগ্ন সেটেলমেন্ট রোড
Spread the News
error: Content is protected !!