“সেবা-হি-সমর্পণ : সেবা সপ্তাহ” শুরু হাইলাকান্দিতে,  ডিসি-এসএসপি সহ ১২৯ জনের রক্তদান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম  জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকার ঘোষিত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত “সেবা-হি-সমর্পণ : সেবা সপ্তাহ” পালন জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে হাইলাকান্দি জেলায়ও শুরু হয়েছে। বুধবার প্রথম দিনে এই উপলক্ষে এসএস কলেজে রক্তদান শিবির আয়োজন করা হয়। এতে মোট ১২৯ জন‌ স্বেচ্ছায় রক্তদান করেন।সরকারি আধিকারিক সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা রক্তদানে সামিল‌ হন। জেলা কমিশনার অভিষেক জৈন এবং সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা অন্যান্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান করেন।

শিবিরের শুরুতে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করার সময় জেলা কমিশনার সবাইকে নিয়মিতভাবে রক্তদানের আহ্বান জানান। এতে ডিস্ট্রিক্ট ইমমুনাইজেশন অফিসার ডাঃ কে টিএস রংমাই প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে দুই বিজেপি  কর্মকর্তা স্বপন ভট্টাচার্য এবং মুণ  স্বর্ণকার অংশ নেন।

এদিকে, সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে ১৯ সেপ্টেম্বর জেলার ১৩৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে। এরপর ২২ সেপ্টেম্বর এসএস কলেজে নিক্কয় মিত্র নামক যক্ষা রোগীদের পুষ্টিআহার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে ২৩ সেপ্টেম্বর কাটলিছড়ার এস কে রায় কলেজে এবং হাইলাকান্দির এস এস কলেজে মেঘা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২৩ সেপ্টেম্বর বোয়ালিপারের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনের ধর্মীয় প্রতিষ্ঠানের  জমির পাট্টা বিতরণ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর জেলার ৬০২টি ভোট কেন্দ্রে অরুণোদয় তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে।

Spread the News
error: Content is protected !!