১৩ সেপ্টেম্বর শ্রীভূমিতে জাতীয় লোক আদালত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও ১৩ সেপ্টেম্বর, শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গনে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মিমাংসাযোগ্য দেওয়ানী ও ফৌজদারি মামলা ওই লোক আদালতে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন আপোষ মিমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!