সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতলকে পানিভরা রাইজিং ক্লাবের সম্মাননা প্রদান
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : সদ্য কোকড়াঝাড়ে বদলি হওয়া কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোকে সংবর্ধিত করল ধলাই কেন্দ্রের পানিভরা রাইজিং ক্লাব। দীপাবলি ও কালীপূজাকে উপলক্ষ করে রাইজিং ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং এতে সম্মানিত অতিথি রূপে উপস্থিত থাকার কথা ছিল সিনিয়র পুলিশ সুপারের কিন্তু কাজের ব্যবস্থতায় সেখানে আসতে না পারায় বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিসে এসে তাকে স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করে রাইজিং ক্লাব কালীপূজা কমিটি।
এদিন পানিভরা রাইজিং ক্লাব কালীপূজা কমিটির সম্পাদক বিজেপি কর্মকর্তা অমলেন্দু দাশ বলেন, আজ সত্যিকার অর্থে আমাদের মনটা ভারাক্রান্ত কারণ অতুলনীয় কর্মনিষ্ঠা, সাহসিকতা ও সদা পরোপকারী এক উজ্জ্বল ব্যক্তিত্ব নুমাল মহত্ত কাছাড় থেকে বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন সরকারি নির্দেশে। তিনি বলেন, নুমাল মহত্ত বিগত চার বছর ধরে কাছাড় জেলার পুলিশ সুপার হিসেবে নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। উনার দৃঢ় নেতৃত্বে কাছাড় জেলা ফিরে পেয়েছে আইনশৃঙ্খলার স্থিতি ও নিরাপত্তা। ড্রাগস মাফিয়া, অপরাধী ও দুর্বৃত্তচক্রের বিরুদ্ধে উনার কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ পেয়েছে স্বস্তির নিশ্বাস। দায়িত্বে আপসহীন এই পুলিশ অফিসার প্রয়োজনে রাতভর জেগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জোরগলায় দাবি করেন অমলেন্দু। সেই সঙ্গে অমলেন্দু বলেন, নুমাল মহত্তের কর্মনিষ্ঠা ও আদর্শ আগামীতেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আগামী জীবন ও কর্মজীবন হোক আরও গৌরবোজ্জ্বল এই শুভ কামনা করেছে পানিভরা রাইজিং ক্লাব।
এদিন সিনিয়র পুলিশ সুপারকে সংবর্ধিত করার সময় অমলেন্দু দাশ ছাড়াও উপস্থিত ছিলেন রাইজিং ক্লাব কালীপূজা কমিটির সভাপতি পীযূষকান্তি ঘোষ, অনিমেষ পাল, জয়দীপ পাল (দীপ), রাজীব রায়, আবুকুমার ঘোষ, সুরজ পাল, পিকলু পাল, অরূপ পাল প্রমুখ।

