সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতোকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারকে সংবর্ধনা জানালো। মঙ্গলবার শিলচরের রামনগরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মহত্তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি আগস্ট মাসে তিনি শ্রেষ্ঠ সেবার জন্য রাষ্ট্রপতির পদক-এ ভূষিত হয়েছেন। এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম, সততা এবং ক্যাছাড় জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের যথার্থ স্বীকৃতি। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র ও ঐতিহ্যবাহী গামছা প্রদান করে তাঁকে সম্মানিত করা হয়।

এ উপলক্ষে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর বলেন, নুমাল মহত্তার সাহসী নেতৃত্বে মাদক বিরোধী অভিযান এবং অপরাধ দমনে যে সাফল্য এসেছে, তা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে। তিনি শুধু পুলিশ বাহিনীর গৌরব নন, সমাজের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দও তাঁর নিরলস সেবা, সততা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জননিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দিশারী হয়ে থাকবেন এবং অসম পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা রাধামাধব মিশ্র, সদস্য রাহুল আমিন লস্কর, আবিদ হুসেন মাঝারভূইয়া প্রমুখ।

Spread the News
error: Content is protected !!