খোঁজের ফুটবলে সেমিতে বনতারাপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ জুন : সোনাইয়ে খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের সেমিতে পৌঁছল বনতারাপুর এফসি। বৃহস্পতিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে ২-০ গোলে হারায় সোনাপুঞ্জি আমড়াঘাটকে। খেলার ১৬ মিনিটে প্রথম গোল করেন ই সুরজিৎ সিংহ। এরপর খেলায় সমতায় ফিরতে জোর লড়াই চালায় আমড়াঘাট। কিন্তু সফল হয়নি। ৫৫ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে জয় নিশ্চত করেন এন হীরেন সিংহ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুরজিৎ সিংহ। তাঁর হাতে মিনতিরানি পাল ও প্রফুল্লকুমার পাল স্মৃতি পুরস্কার তুলে দেন দুই প্রাক্তন খেলোয়াড় অতনু চৌধুরী ও বাচ্চু দাস।  খেলা পরিচালনা করেন ইজাজ আহমেদ, রুবেল মজুমদার, শহিদ চৌধুরী ও আব্দুল জলিল।

শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্বাধীনবাজার ও মুনলাইট অ্যাকাডেমি সুন্দরী।

খোঁজের ফুটবলে সেমিতে বনতারাপুর
খোঁজের ফুটবলে সেমিতে বনতারাপুর
Spread the News
error: Content is protected !!