কোটি টাকার বেশী ভারতীয় সামগ্রী বাজেয়াপ্ত
৫ সেপ্টেম্বর : ১ কোটি ৩৬ লক্ষ টাকার চোরাচালানী ভারতীয় সামগ্রী আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক চালানো হয় এ চোরাচালানী বিরোধী অভিযান। এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, এবং চিনি বাংলাদেশি শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৬ লাখ ২৭ হাজার পাঁচশত আশি টাকা।
এব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রমে এ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।