সেগুন গাছ কাটার সময় আটক এক দোহালিয়ায়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার বন বিভাগের দোহালিয়া ফরেস্ট রেঞ্জে বনকর্মীদের তৎপরতায় এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার ভোরে বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় অভিযান চালিয়ে অনিল পাত্র (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে দোহালিয়া বন বিভাগের কর্মীরা। ধৃতের বাড়ি পশ্চিম সিংলার পাঁচ নম্বর ওয়ার্ডে।
সূত্রে জানা যায়, আগাম তথ্যের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রণব কলিতা, ডেপুটি রেঞ্জার প্রদীপ বড়ৈ ও বনকর্মী দিলোয়ার হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী অভিযান চালান। অভিযানের সময় অনিল পাত্রকে সেগুন গাছ কাটতে দেখে বনকর্মীরা তাকে চ্যালেঞ্জ জানালে সে পালানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। তার কাছ থেকে বনজ গাছ কাটার একাধিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে বন আইনে তাকে অভিযুক্ত করে জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে ধৃত অনিল পাত্রকে প্রশাসনিক সংশোধনাগারে পাঠানো হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ কাঠ কাটার বিরুদ্ধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

