বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন খোঁজ এর

বরাক তরঙ্গ, ৩ জুলাই : বন্যাক্রান্তদের সাহায্যে নামল শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন করেন সংস্থার কর্মকর্তারা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল  আলু, পেঁয়াজ, ছোলা-মটর, নুন, চিনি, হলুদ, মরিচ, ডাল, সয়াবিন, তেল, বিস্কুট, দুধ, চিড়া, মুড়ি ইত্যাদি। এসব সামগ্রির প্যাকেট তৈরি করে জলের ভেঙে মানুষের ঘরে পৌঁছে দেন কর্মকর্তারা। আগামীতে পানীয়জল ও অন্যান্য খাবার বন্যা প্লাবিত এলাকায় বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন খোঁজ এর

বুধবার খোঁজের তরফে বেতুকান্দি, বেঙ্গাগা, মধুরবন্দ এলাকার প্রায় ৫০ টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এদিন বণ্টনে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্করের সঙ্গে ছিলেন করিমগঞ্জের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ফারহাদ মজুমদার, মাকসুদ লস্কর, সেলিম মজুমদার, তুলি লস্কর, রুকন লস্কর, বাপি লস্কর প্রমুখ।

Author

Spread the News