বড়বেকেরা উপবিভাগ এবং ফারজাওল জেলার সিএসও গুলির সঙ্গে নিরাপত্তা বৈঠক

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : নিরাপত্তা বৃদ্ধি এবং সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সোমবার বড়বেকেরা উপবিভাগ এবং ফারজাওল জেলার ২২টি গ্রামের নাগরিক সমাজ সংগঠন (CSO)-গুলির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা, সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা, জিরিবাম থেকে এবং জিরিবামের দিকে মানুষ ও পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করা এবং যুবসম্পৃক্ততা কর্মসূচি আয়োজন।

আসাম রাইফেলস নিরাপত্তা বজায় রাখতে সমাজের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের আশ্বস্ত করে যে তারা স্থানীয় সমস্যা সমাধান, শান্তি বজায় রাখা এবং সমাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে যৌথ লক্ষ্যে পৌঁছানোর জন্য অব্যাহত সহায়তা প্রদান করবে।

Spread the News
error: Content is protected !!