মণিপুরে আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করে নিরাপত্তা বাহিনী

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : মণিপুরে নিরাপত্তা সুনিশ্চিত করতে একের পর এক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ বিভিন্ন উগ্রবাদী দলের সদস্যদের গ্রেফতারও করছে। অনুরূপ ভাবে বিএসএফ, সিআরপিএফ ও মণিপুর পুলিশের একটি যৌথ দল, চলমান নিরাপত্তা পুনরুদ্ধার প্রচেষ্টায় অভিযান চালাচ্ছে।

এর অংশ হিসেবে শুক্রবার নিউ কিথেলমানবিতে একটি MCP স্থাপন করে এবং একজনকে আটক করে। আটক ব্যক্তির কাছ থেকে একটি ৯ এমএম দেশীয় তৈরি পিস্তল, একটি তাজা গুলি সহ ম্যাগজিন, একটি হোলস্টার, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Spread the News
error: Content is protected !!