বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায়  ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় এক আদেশ যোগে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে পাথারকান্দির চক্র আধিকারিকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে, বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনমনে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনমনে শান্তি সম্প্রীতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা এই নিষেধাজ্ঞা অনুসারে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি অনুমতি ছাড়া কোন ধরনের আন্দোলন কার্যসূচি যথা- বনধ, র‍্যালি, স্ট্রাইক, ধরনা, প্রদর্শন ইত্যাদি করা নিষিদ্ধ। আদেশে কোন ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক অথবা কোন সন্দেহজনক বস্তু নিয়ে চলাফেরা নিষিদ্ধ। এতে অবৈধ যানবাহনের বে-আইনি পার্কিং ও যান বাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।

আদেশে বিনা অনুমতিতে লাউড স্পিকার অথবা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। তবে এই আদেশ কর্ত্যব্যরত রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মী এবং জরুরিকালীন পরিষেবা যথা- অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই আদেশ তাৎক্ষণিক ভাবে বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে।

বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায়  ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা
বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায়  ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা

Author

Spread the News