করিমগঞ্জে এডিআর পরীক্ষার জন্য  ১৬৩ ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শচচ করিমগঞ্জ জেলায় ২৭ অক্টোবর, রবিবার ২৯ টি কেন্দ্রে চতুর্থ শ্রেণীর প্রার্থীদের জন্য আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা হবে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে কোন ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিহত করতে, পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে ২৭ অক্টোবর সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোন অনুমোদন বিহীন ব্যক্তির প্রবেশ ও অযথা ভিড় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। পাশাপাশি, পরীক্ষা হলে পরীক্ষার্থীদের কোন ধরনের অবৈধ ও সন্দেহজনক সামগ্রী যথা মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোন ধরনের সন্দেহজনক সামগ্রী, অস্ত্র শস্ত্র, বিস্ফোরক পদার্থ নেওয়া যাবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় যান বাহনের অবৈধ পার্কিং ও যান বাহন চলাচলের বাধার সৃষ্টি করা যাবে না। এতে ‘ দ্যা আসাম পাবলিক এক্সামিনেশন (মেজার্স ফর প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইন রিক্রুটমেন্ট ) অ্যাক্ট ২০২৪’ অনুসারে কোনো অবস্থাতেই অনৈতিক ভাবে পরীক্ষায় বসা এবং প্রশ্নপত্র ফাঁস করা ইত্যাদি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এতে পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত অনুমোদিত ব্যক্তিরা ছাত্র বা পরীক্ষার্থীদের অনৈতিক ভাবে কোন ধরনের সুবিধা প্রদান করা নিষিদ্ধ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিক ভাবে বলবৎ হয়েছে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Spread the News
error: Content is protected !!