মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : কন্ট্রোল রুম ও নোডাল অফিসার নিয়োগ শ্রীভূমি জেলায়

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক কন্ট্রোল রুম গঠন ও নোডাল অফিসার নিয়োগ করে আধিকারিক ও কর্মচারীদের দায়িত্ব সমঝে দিয়েছেন। রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে গঠন করা ওই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের জ্যেষ্ঠ সহায়ক দেবাশিস দে-৯৪০১১৩০৫৬০, করিমগঞ্জ কলেজের কনিষ্ঠ সহায়ক সুনন্দা পাল-৯৯৫৪৭৭০৮৯০ এবং সমগ্র শিক্ষা অভিযানের ইলেক্ট্রনিক ডাটা প্রসেসর পিথুরঞ্জন নাথ -৭০০২১৫৪৮৮৭।

এছাড়া তিন জন আধিকারিককে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছেন বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের প্ল্যানিং অ্যান্ড স্টটিস্টিকল অফিসার অসিত দত্ত -৯৪৩৫০৭৬৮৬৯, করিমগঞ্জ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. বিশ্বজিৎ দেব- ৯৯৫৭৫৭৬৩০২ এবং সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ড. কেএইচ সঞ্জীব কুমার সিং- ৯৪৩৫৫৮৮৯৪২।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : কন্ট্রোল রুম ও নোডাল অফিসার নিয়োগ শ্রীভূমি জেলায়
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : কন্ট্রোল রুম ও নোডাল অফিসার নিয়োগ শ্রীভূমি জেলায়

Author

Spread the News