মা ও শিশুর সুরক্ষায় রোটারি ক্লাব অব গ্রেটারের উদ্যোগে কুম্ভীর চা-বাগানে দ্বিতীয় স্বাস্থ্য শিবির
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেবের বিশেষ উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এক বর্ষব্যাপী ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ নিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। মঙ্গলবার কুম্ভীর চা-বাগানে আয়োজিত দ্বিতীয় দফার স্বাস্থ্য পরীক্ষার শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধপত্র, পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। যার মধ্যে রয়েছেন ৩৭ জন অন্তঃসত্ত্বা মহিলা, ১৪ জন শিশু সহ অন্যান্য সাধারণ রোগী, পরীক্ষায় ১৩ জন উচ্চ-ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা মাকে চিহ্নিত করা হয়। এর মধ্যে এক জন গুরুতর রক্তাল্পতায় ভুগছেন, যাঁকে অবিলম্বে শিলচরের এসএম দেব সিভিল হাসপাতালে ভর্তি হয়ে ৩ ইউনিট রক্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই রক্তের ব্যবস্থা করবে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর নিজেই। এছাড়া ১২ জন কম ওজনের অন্তঃসত্ত্বা মাকে (ওজন ২৯–৩৯ কেজি) দেওয়া হয় প্রোটিন পাউডার, মাখন, ভিটামিন সাপ্লিমেন্ট, নাটরেলা সয়াবিন ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী। শিশুদের মধ্যে ৪ জন মারাত্মক অপুষ্টিতে ভোগা ‘সাম’ শিশু (হলুদ ত্রায়াজ) শনাক্ত হয়, যাদের দেওয়া হয় বিশেষ পুষ্টি সহায়তা — প্রোটিন পাউডার, মাখন, সয়াবিন ও অন্যান্য পুষ্টিকর খাবার।
শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আরবি মালাকার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কেশব পাতিকার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রোহিত সিনহা, এবং ইএনটি বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা। তাঁরা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

শিবিরকে সফল করতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব, সহ-সভাপতি দেবজ্যোতি ঘোষ এবং ক্লাবের অন্যান্য সদস্যরা, যাদের আন্তরিক প্রচেষ্টা এই উদ্যোগকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব ও সদস্যরা জানান, উক্ত শিবিরে চিহ্নিত সব মা ও শিশুর অবস্থা আগামী মাসের স্বাস্থ্য শিবিরে পুনরায় পরীক্ষা করা হবে এবং তাদের উন্নতির জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ চলবে। আগামীতেও প্রতি মাসে নিয়মিতভাবে এই স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাওয়া হবে, যাতে কুম্ভীর চা-বাগান ও আশপাশের গ্রামীণ জনগণ দীর্ঘমেয়াদে উপকৃত হন।