বিদায় নিতে শুরু করল মৌসুমি বায়ু
১৭ সেপ্টেম্বর : নির্ধারিত তারিখ ১৭ সেপ্টেম্বর। অথচ ১৪ সেপ্টেম্বরই দেশ থেকে বিদায় নিতে শুরু করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রেকর্ড বলছে, গত দশ বছরে এত দ্রুত বর্ষাবিদায় শুরু হয়নি। সময়ের ৮ দিন আগে যেমন শুরু হয়েছিল, তেমনই বিদায়পর্বও সময়ের আগেই শুরু হল। রাজস্থান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাস সরতে শুরু করলেও দেশের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই। বিশেষ করে বাংলা থেকে এখনই বর্ষার আবহ সরার সম্ভাবনা নেই।
মৌসম ভবনের মতে, দেশে মৌসুমি বাতাসের প্রবেশের দিন ১ জুন। কিন্তু এ বছর তার আট দিন আগে, ২৪ মে বর্ষার বাতাস কেরালায় ঢুকে দেশে বর্ষা নামিয়েছিল।
বর্ষা নির্ধারিত সময়ের আট দিন আগে যেমন শুরু হয়েছিল, তেমনই বিদায়পর্বও নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। গত দশ বছরের মধ্যে এতটা আগে বর্ষাবিদায় নিতে শুরু করেনি। তবে রাজস্থান থেকে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাস সরতে শুরু করলেও দেশের বাকি অংশে এখনও বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই। বিশেষ করে বাংলা থেকে এখনই বর্ষার আবহ সরার সম্ভাবনা দেখছেন না আবহবিদরা।