কানিশাইলে বালি বোঝাই লরির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত এক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রীর। আহত হয়েছে আরও এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে শ্রীভূমি জেলা সদরের কানিশাইলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।  জানা যায়, সকালে দুই ছাত্রী স্কুলে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় বালি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হুমারা সিদ্দিকি। একই সঙ্গে হাফসা সিদ্দিক নামে অন্য একজন ছাত্রী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়।এমন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড়ো ও সদর থানার ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশের একটি দল। তাঁরা পৌঁছে তদন্ত শুরু করেছেন।

দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দু’পাশে শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। পুলিশে হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা গোটা কানিশাইল  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কানিশাইলে বালি বোঝাই লরির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত এক
Spread the News
error: Content is protected !!