সোনাইয়ের বিভিন্ন ঈদগাহে নামাজের সময়সূচি

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সোনাইয়ের ঈদগাহ গুলোকে সাজিয়ে তোলা হচ্ছে। সোমবার সকালে নামাজ আদায় করা হবে।সোনাই টাউন ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন সোনাই বড় মসজিদের ইমাম মওলানা নুরুন্নবী বড়ভূইয়া।
ধনেহরি ইদগাহে ইদের নামাজ সকাল ন’টায় অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন সোনাই আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া। পূর্ব সোনাই সেন্ট্রাল ইদগাহে ইদের নামাজ সকাল সাড়ে আট’টায় হবে। ফিসারিপার সংলগ্ন এই ইদগাহে ইদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ঠ ইসলামিক বক্তা মওলানা সাহিদ আহমেদ লস্কর। উত্তর কৃষ্ণপুর নাগাটিলা ঈদগাহ ময়দানে নামাজ সকাল আট’টায় অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন মওলানা আজমল হোসেন বড়ভূইয়া।
দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করবেন বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। সোনাবাড়িঘাটে নবনির্মিত নুরুল হক চৌধুরী ঈদগাহে সকাল নয়টা নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পাঠ করবেন মওলানা ওয়াহিদুল রহমান সাদি।ধনেহরি ঈদগাহ ময়দানে নামাজ পরিচালনা করবেন মওলানা মুফতি মোহাম্মদুল্লাহ (সোনাই আলিয়া মাদ্রাসা)। সকাল নয়টায় নামাজ শুরু হবে। শিলডুবি মোহাম্মদিয়া ঈদগাহে সকাল সাড়ে আটটায় নামাজ পাঠ করাবেন হাফিজ মওলানা জয়নুল আবেদিন।

এ দিকে, শিলচর ইটখলার প্রধান ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ন’টায়। ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মওলানা সাব্বির আহমদ লস্কর।