নিট পরীক্ষার ফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ সেভ এডুকেশন কমিটির

৮ জুন : ‘নিট'( NEET), ২০২৪ পরীক্ষার সদ্য ঘোষিত ফল নিয়ে সন্দেহ প্রকাশ করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর এক প্রেস বার্তায় বলেন, পরীক্ষার ফলের বিশ্বাসযোগ্যতা সম্পৰ্কে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পরীক্ষার আগে কিছু জায়গায় প্ৰশ্নপত্ৰ ‘লিক’ হয়ে যায়। ফল ঘোষণার পর দেখা যায় যে ৬৭ জন পরীক্ষার্থী সৰ্বোচ্চ ৭২০ নম্বর পেয়েছে যা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার। এছাড়া নম্বর প্রাপকদের মধ্যে ৮ জনই হচ্ছে হরিয়ানার একটি বিশেষ কেন্দ্রের। এটাও লক্ষ্য করা গেছে যে এই পরীক্ষায় অনেকে ৭১৯, ৭১৮ নম্বর পেয়েছে যা কোন ভাবেই সম্ভব নয়।
এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব প্রাপ্ত সংস্থা এনটিএ এর অসচ্ছ কার্যকলাপ পরীক্ষার রেজাল্ট সম্পর্কে সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে এই পরীক্ষার ফল গত ৪ জুন ঘোষণা করা হয় যেদিন সমগ্ৰ দেশের মানুষ সাধারন নিৰ্বাচনের ফল প্রকাশ নিয়ে ছিল ব্যস্ত।

উল্লেখ্য, এই নিট পরীক্ষা পরিচালন সংস্থা এনটিএ গঠিত হয়েছে জনবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সুপারিশ অনুযায়ী। সংগঠনের পক্ষ থেকে বিতর্কিত এনটিএ বাতিল করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভৰ্তির জন্য অবিলম্বে রাজ্য পর্যায়ে এন্ট্রান্স পরীক্ষা আয়োজনের দাবি জানানো হয়। তাছাড়া নিট পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে যে সব অনিয়ম হয়েছে তা নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জোরালো ভাবে জানানো হয়।

Author

Spread the News