জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পাথারকান্দিতে আসছে সত্যসাই প্রেম প্রবাহিনী দিব্য রথ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ভক্তি, প্রেম ও মানবসেবার অমল ধারায় ভাসিয়ে আনতে আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। শ্রীশ্রী সত্য সাই বাবার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শুক্রবার) পাথারকান্দিতে আগমন ঘটছে সত্যসাই প্রেম প্রবাহিনী দিব্য রথের।
এই দিব্য রথ যাত্রা সত্যসাই বাবার ঐক্য, প্রেম ও মানবতার বাণীকে ছড়িয়ে দিতে ভারতের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করছে। সেই ধারাবাহিকতায় ঐদিন সকাল ৯টা নাগাদ রথটি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে শুভ যাত্রা শুরু করে পরিক্রমা করতে করতে এসে পৌঁছবে পাথারকান্দিতে।
পাথারকান্দি পৌঁছে রথটি প্রথমে কিছুক্ষণ অবস্থান করবে পাথারকান্দি টাউন কালীবাড়ি প্রাঙ্গণে, যেখানে স্থানীয় ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ভক্তিমূলক সংগীত ও প্রার্থনার মাধ্যমে দিব্য রথকে অভ্যর্থনা জানাবেন। এরপর রথটি সেখান থেকে যাত্রা করবে বুবরিঘাট চা বাগানের ঐতিহ্যবাহী হিন্দু মিলন মন্দিরে, এবং পরবর্তী গন্তব্য হবে বুবরিঘাট সত্য সাই ভজন মণ্ডলীর অধীন সত্য সাই নিবাসে।
দুপুর ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত সেখানেই অনুষ্ঠিত হবে বিভিন্ন মাঙ্গলিক ও ভক্তিমূলক অনুষ্ঠান, যার মধ্যে থাকবে নামসংকীর্তন, ভজন, প্রার্থনা, আরতি ও সত্য সাই বাবার বাণী পাঠ। ভক্তদের জন্য এটি হবে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা এক দিব্য মুহূর্তে প্রাপ্তি ও শান্তির উপলব্ধি।
এই অনুষ্ঠান শেষে দিব্য রথটি যাত্রা করবে তার পরবর্তী গন্তব্য বারইগ্রাম শ্রীশ্রী রাধা জিউ আখড়ার উদ্দেশ্যে, যেখানে আবারও আয়োজিত হবে বিশেষ পূজা, আরতি ও ভজন অনুষ্ঠান।
সত্য সাই সেবা সংস্থার জেলা সভাপতি সঞ্জয় পাল চৌধুরী জানিয়েছেন,এই প্রবাহিনী দিব্য রথের মূল উদ্দেশ্য হলো ঐক্য, বিকাশ ও প্রেমের রূপান্তরকারী শক্তির মাধ্যমে মানবতার শান্তি স্থাপন করা। সত্য সাই বাবার প্রেম ও সেবার আদর্শকে হৃদয়ে ধারণ করে পাথারকান্দির ভক্তরা এদিন দিব্য রথের দর্শন ও প্রণাম করার বিরল সুযোগ পাবেন। তিনি আরও আহ্বান জানিয়েছেন, সকল শ্রদ্ধাভাজন ভক্ত ও শুভানুধ্যায়ীকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে সত্য সাই বাবার আত্মাধিক শক্তিকে অনুভব করার জন্য।

