শনিবার নজরুল জয়ন্তী-সুকান্ত স্মরণ অনুষ্ঠান বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ২৪ মে : আগামী ২৫ মে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি নজরুল জয়ন্তী-সুকান্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে৷ নজরুল জয়ন্তী উপলক্ষে এ দিন সকালে বঙ্গভবন থেকে শোভাযাত্রা করে গিয়ে কবির মূর্তিতে শ্রদ্ধা জানানো হবে৷ সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷
এই অনুষ্ঠানেই কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে৷ সংবর্ধিত করা হবে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সর্বোচ্চ নম্বরপ্রাপক পিসি বড়জালেঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রোশনি দেব, বিনা টিউশনে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর প্রাপক নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অমিত রায় এবং নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পড়াশোনা করেও বাংলায় ৯১ নম্বর প্রাপক রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুচরিতা দাসকে৷ বরাক বঙ্গের পক্ষ থেকে সে দিনের সবকটি কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে৷