মৃদুল ইসলামের আত্মার সদগতি কামনায় সর্বধর্ম সভা শিলচরে কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : গুয়াহাটি ‘রাজভবন চলো’ অভিযানে পুলিশের টিয়ার গ্যাসে নিহত মৃদুল ইসলামের আত্মার সদগতি কামনায় শ্রদ্ধাঞ্জলি ও সর্ব-ধর্ম সভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করা হয়।ল এদিনের সভায় হিন্দু, মুসলমান, শিখ, জৈন ও খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা উপস্থিত ছিলেন। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনে এই মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহিদ হয়েছেন। তাঁর এই প্রয়ানে মর্মাহত দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবেন দলের কর্মীরা। সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।

মৃদুল ইসলামের আত্মার সদগতি কামনায় সর্বধর্ম সভা শিলচরে কংগ্রেসের
Spread the News
error: Content is protected !!