উত্তর করিমগঞ্জের সেরা নম্বর প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ মে : এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। মঙ্গলবার সুতারকান্দি মডেল স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স থেকে ৯১.২০ শতাংশ নম্বর প্রাপ্ত প্রিয়ঙ্কা নাথ, ফকিরবাজার রয়েল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে ৯০.৪০ শতাংশ নম্বর প্রাপ্ত রাশিনা বেগম চৌধুরী ও আসাম পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিছমা বেগম রুমাকে উত্তরীয় দিয়ে বরণের পাশাপাশি শংসাপত্র সহ নানা উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, সমাজকর্মী বাপন নমঃশূদ্র, শিক্ষিকা জওহরুন নেছা খান ও মাম্পি দাস পুরকায়স্থ। কৃতী ছাত্রীদের হাতে কিছুটা অর্থ সাহায্যও তুলে দেওয়া হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে।
এদিকে, এদিন আরও কিছু কলেজ পড়ুয়াকে উপহার সামগ্রী প্রদান করা হয়। তারা হলেন- জাহিদা জন্নত মজুমদার, রিজওয়ানা আখতার চৌধুরী, ভবি নমঃশূদ্র, ইসরাজ হোসেন চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদ উদ্দিন চৌধুরী, শিক্ষিকা ওয়াহিদা চৌধুরী, আব্দুল হামিদ, হাজি নজরুল ইসলাম চৌধুরী, গুলজার হোসেন, আবজল হোসেন প্রমুখ।