কাঁটা তারের বাইরে গোবিন্দপুরে শাড়ি বণ্টন বিএসএফ ও রোটারির
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : কাঁটা তারের ওপারে থাকা গ্রামবাসীরা দেবীর রাতুল চরণে অর্ঘ নিবেদনের আয়োজন করে থাকলে ব্যতিক্রম হচ্ছে না এবারে। গবিন্দপুর গ্রামে দেবী বন্দনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিএসএফ-এর তরফে। সোমবার ১৬ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতি পরিবারের মহিলা সদস্যদের তোলে দেওয়া হয় নতুন শাড়ি। অন্যদিকে, প্রতিবারের মতো এবারের একই দিনে সীমান্তের প্রত্যন্ত গ্রামে পৌঁছে শাড়ি এবং ধুতি বণ্টন করেন করিমগঞ্জের রোটারি ক্লাবের পদাধীকারীরা। উপস্থিত ছিলেন সভাপতি রাজর্ষি চৌধুরী, সৌমব্রত দত্ত, ডাঃ দুর্বাদল দাস, রবীন্দ্র চন্দ্র রায়, অরূপ রায় সহ অনেকে। বিএসএফ-এর পক্ষ থেকে ছিলেন কমাডেন্ট সঞ্জয় কুমার, সেকেন্ড-ইন-কমান্ড অরুণ কুমার, ডেপুটি কমাডেন্ট কৃষাণ কুমার, এসিটেন্ট কমাডেন্ট অনিল কুমার, অশ্বিন রাই সহ অনেকে।
কমাডেন্ট সঞ্জয় কুমার নবরাত্রি এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজো মানেই নতুন পোশাকের সাধ। কিন্তু তাতে বাধ সেধেছে গবিন্দপুর গ্রামের অনেক পরিবারের আর্থিক অনটন। তাই তাদের মুখে মুখে হাসি ফোটাতে বিএসএফ-এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।