সরস্বতী স্মরক সমিতির হিরন্ময়ী নাথচৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য সম্মাননা প্রদান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী স্মারক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শিলচর ‌অম্বিকাপট্টির বড়াইল হোমে হিরন্ময়ী নাথচৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিরঞ্জন রায় সহ রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ ও দক্ষিণ আসাম প্রান্ত প্রচারিকা প্রধান বক্তা সুপর্ণা দে, সরস্বতী স্মারক সমিতির সভানেত্রী অলকা দেব প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর মঞ্চে সম্মানিত অতিথিদের সমিতির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পাশাপাশি হিরন্ময়ী নাথ চৌধুরী স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। চন্দনা সিনহা প্রয়াত যাদবরঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মাননা প্রতিভাবান ছাত্র কুলদীপ পাল ও ডাঃ রূপাঞ্জলি দত্তকে সেবা সম্মাননা প্রদান করা হয়।

সরস্বতী স্মরক সমিতির হিরন্ময়ী নাথচৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য সম্মাননা প্রদান

চন্দনা সিনহা সংক্ষিপ্ত বক্তব্যে সরস্বতী স্মারক সমিতির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি কথা তুলে ধরেন এবং ডাঃ রূপাঞ্জলি দত্ত ভারতের সেবার প্রর্তীক স্বামী বিবেকানন্দের বাণী ও জীবনের কথা তুলে ধরেন।এরপর সম্মানিত প্রধান অতিথি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিরঞ্জন রায় প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনামিকা বর্ধন ও পরিচয়ে ছিলেন মুক্তা চক্রবর্তী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত সংঘ চালক জোৎস্নাময় চক্রবর্তী, বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, প্রতিমা চক্রবর্তী, স্নিগ্ধা দাস, রমা চক্রবর্তী, সুমিতা রায় চৌধুরী, সুস্মিতা দে প্রমুখ।

Spread the News
error: Content is protected !!