রাস্তার পাশে স্কুল, কমুনিটি হল ও নার্সিংহোম গুলোর বিরুদ্ধে সরব সুরক্ষা পরিষদ
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচরের বিভিন্ন স্থানে রাস্তার সঙ্গে কিছু বেসরকারি স্কুল স্থাপনের ফলে শহরে যানজট হওয়ায় সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক হারাণ দে এই উদ্বেগের কথা জানিয়ে শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিংহের কাছে একটি স্মারকলিপি দেন।
পুর নিগমের পক্ষ থেকে পরিষদের গত মাসে দেওয়া এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বিদ্যালয় সমূহের উপপরিদর্শককে একটি চিঠি পাঠানো হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে পরিষদের ওই স্মারকলিপিতে পুর নিগমের দ্বারা সাম্প্রতিক কালে শহরে চালানো উচ্ছেদ অভিযান কে স্বাগত হয় এবং যানজট নিরসনের জন্য কয়েকটি পরামর্শ তুলে ধরা হয়।
এই পরামর্শের মধ্যে ছিল পার্কিং প্লেস না থাকা স্কুল, কমুনিটি হল ও নার্সিং হোম গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; গাড়ি রাখার নিজস্ব জায়গা না থাকায় রাস্তাকে গেরেজ হিসেবে ব্যবহারকারীদের যানবাহন বাজেয়াপ্ত করা এবং শহরে অবাধে বিচরণ করা গরুগুলোকে খোঁয়াড়ে নেওয়া ইত্যাদি।