মাস্টার্স যোগায় তৃতীয় কাছাড়ের সানু

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : অসম মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন আয়োজিত ষষ্ঠ রাজ্য মাস্টার্স গেমসের যোগা স্পোর্টসে তৃতীয় স্থান অর্জন করেছেন কাছাড়ের মরবুল হুসেইন চৌধুরী (সানু)। রবিবার এই মাস্টার্স  যোগার  আসর বসেছিল  তিতাবরে। এই সাফল্যের জন্য সানুকে অভিনন্দন জানিয়েছেন  কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন শর্মা।

মাস্টার্স যোগায় তৃতীয় কাছাড়ের সানু
মাস্টার্স যোগায় তৃতীয় কাছাড়ের সানু

Author

Spread the News