সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব শুরু, পরিদর্শনে সন্তোষ সিও-র

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : সারা রাজ্যের সঙ্গে সোনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব. ৩ শুরু হল। মঙ্গলবার প্রথম দিন উৎসবে এক্সটার্নাল এভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম। তিনি হাসপাতালে ভেতরে ও বাইরের সব কিছু খতিয়ে দেখেন। কথা বলেন রোগীদের সঙ্গেও। এ ছাড়া তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। উৎসবে এক্সটার্নাল এসেসর হিসেবে উপস্থিত ছিলেন সোনাই খণ্ড আধিকারিক মুকুল বসুমাতি ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলোজি বিভাগের চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ সরকার।

এ দিন উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ডাঃ সুলতান আহমদ মজুমদার, ডাঃ শাহআলম মজুমদার, পরিচালন কমিটির চেয়ারম্যানের প্রতিনিধি ফয়জুর রহমান লস্কর, সদস্য সামসুল ইসলাম বড়ভূইয়া, মঞ্জর এলাহি চৌধুরী, আশু চৌধুরী প্রমুখ। এ দিন বিডিও একটি গাছের চারা রোপণ করেন।

সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব শুরু, পরিদর্শনে সন্তোষ সিও-র

এ দিন সাংবাদিকের মুখোমুখি হয়ে হাসপাতালের হকিকত দেখে সন্তোষ প্রকাশ করেন সার্কল অফিসার মারিয়া তানিম। তিনি বলেন, গতবারের তুলনায় অনেক উন্নত হয়েছে। চিকিৎসা থেকে শুরু করে গোটা হাসপাতালের পরিবেশের পরিবর্তন হয়েছে।

সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব শুরু, পরিদর্শনে সন্তোষ সিও-র

এ দিকে, সার্কল অফিসারের পরিচালন সমিতি জমাজল ও বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন।

সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব শুরু, পরিদর্শনে সন্তোষ সিও-র
Spread the News
error: Content is protected !!