শঙ্কর মঠ ও মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচন সাংসদ পরিমলের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণীস্থিত বহু প্রতীক্ষিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচনীতে যোগদান করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার সারাদিনব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্যে বিকেলে মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সাংসদ বলেন, হিন্দু ধর্ম হল জীবনের সেই মাত্রা যার কখনও পরিবর্তন হয় না, যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। একটি পোকা হোক বা পতঙ্গ,পাখি বা পশু কিংবা কোন গাছ, যাই হোক না কেন, এ সব কিছুই হিন্দু ধর্মের দ্বারা চালিত। সেই মৌলিক নীতিসমূহ সমগ্র অস্তিত্বকে পরিচালনা করে। এটা সমাজে কিছু নিয়ন্ত্রণ এবং মানবিক সুস্থতা বজায় রাখার জন্য, মানুষের একে অন্যের উপর চাপিয়ে দেওয়া কোন ফৌজদারী আইন নয়। কাজ-কর্মের নীতি প্রজন্ম থেকে প্রজন্মে বদলাতেই হবে,সেটা অন্য ব্যাপার। হিন্দু ধর্ম কাজ-কর্মের আইন- কানুন নয়, এটা হল অস্তিত্বের ধর্ম।

সম্মেলনে কবি-সাংবাদিক অতীন দাশ বলেন, হিন্দুধর্মে কর্ম কেবল এই জীবদ্দশায় নয়, জীবনকাল জুড়ে কাজ করে, একটি কর্মের ফলাফল শুধুমাত্র একটি নতুন জীবনে বর্তমান জীবনের পরে অনুভব করা যেতে পারে। সনাতন ধর্ম হলো একটি আচরণ বিধি যা আচার- অনুষ্ঠানের চেয়ে নৈতিকতার উপর ভিত্তি করে। এটি সেই মানদণ্ডকে নির্দেশ করে যে, যখন প্রয়োগ করা হয়, গ্যারান্টি দেয় মানুষ নিজেদের, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের দেশ, এবং বাকি বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন যাপন করবে। সনাতন ধর্মকে সততা জীবের ক্ষতি না করা বিশুদ্ধতা সদিচ্ছা করুণা ধৈর্য ক্ষমা আত্ম সংযম এবং উদারতা সহ সর্বজনীনভাবে প্রশংসিত মূল্যবোধ দ্বারা উল্লেখ করা হয়।

শঙ্কর মঠ ও মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচন সাংসদ পরিমলের

এদিনের অনুষ্ঠানে কবি- লেখক শতদল আচার্য, সাংবাদিক নীলকমল দাস, আশু চৌধুরী, শমীন্দ্র পাল, শঙ্কু শর্মা, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় প্রমুখ মিশনের পক্ষ থেকে উত্তরীয় ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত মিত্র, সম্পাদক বিপ্লব দেব, সহ-সভাপতি দেবনাথ, রূপন মিত্র, সুজিত মিত্র, নিউটন মিত্র, কাবুল মিত্র, রতন দে, তুহিন দে, বিউটি দে, শিখা দে সহ অন্যান্যরা।

শঙ্কর মঠ ও মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচন সাংসদ পরিমলের
শঙ্কর মঠ ও মিশনের সাধু নিবাসের ফলক উন্মোচন সাংসদ পরিমলের

Author

Spread the News