নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি কিশোরের সোনাইয়ে

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি ঘটল এক কিশোরের। হৃদয়বিদারক ঘটনাটি সোনাই শহরে ঘটেছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ সোনাই বাজারের বাসিন্দা সজল চন্দ তার ছেলে সম্রাট চন্দকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সোনাই নদীতে যান। স্নান করার সময় হঠাৎ বছর ষোলর সম্রাট নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় SDRF কে।

ঘণ্টা দুয়েক চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনাস্থলেই সম্রাটের নিতরদেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ। এ মর্মান্তিক ঘটনায় সোনাই বাজার অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি কিশোরের সোনাইয়ে
Spread the News
error: Content is protected !!