সলগই বাজার রামজানকী মন্দিরে “মটকা ফোড়” অনুষ্ঠানে ভক্তদের পড়া ভিড়

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার ভগবানের ষষ্ঠী তিথিতে লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা জিপির সলগই বাজারস্থিত ঐতিহ্যবাহী রামজানকী মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয় “মটকা ফোড়” অনুষ্ঠান। ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালের পর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমতে থাকে। আয়োজক মণ্ডলী যথাসাধ্য চেষ্টা করে মন্দির ও আশপাশের পরিবেশকে সজ্জিত করে তোলে উৎসবমুখর আবহে। রঙিন আলোকসজ্জা, ফুলের মালা ও বর্ণিল সাজসজ্জায় গোটা মন্দির প্রাঙ্গণ যেন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। দুপুর গড়াতেই ভক্তরা দলে দলে মন্দিরে ভিড় জমাতে শুরু করে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষকে দেখা যায় এই আনন্দোৎসবের অংশীদার হতে। আবহাওয়া অনুকূলে থাকায় অনুষ্ঠান পালনে কোথাও কোনো বিঘ্ন ঘটেনি।

সন্ধ্যা নামতেই শুরু হয় মূল আকর্ষণ—“মটকা ফোড়” প্রতিযোগিতা। স্থানীয় একাধিক যুবদল এতে অংশগ্রহণ করে। দর্শকদের উৎসাহ ও করতালিতে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর। প্রতিযোগীরা নানা কৌশল অবলম্বন করে ঝুলন্ত মটকার কাছে পৌঁছানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত জমে ওঠে আসল লড়াই। অবশেষে প্রায় কুড়ি ফুট উচ্চতায় ঝোলানো মটকা ফোড়ে বিজয় অর্জন করে স্থানীয় যুবক ধনি কাঁওর ও তার দল। তাদের এই সাহসী কীর্তিতে উপস্থিত দর্শনার্থীরা অভিভূত হয়ে ওঠেন এবং উল্লাসে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো প্রাঙ্গণ ভরে ওঠে করতালি ও জয়ধ্বনিতে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভজন-সন্ধ্যা ও কীর্তন। মধুর কণ্ঠে ভজন পরিবেশনে ভক্তরা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিময় আবহে হারিয়ে যান। পরিশেষে সকল ভক্ত ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক মণ্ডলী সকল ভক্ত, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁদের মতে, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই অনুষ্ঠানকে সার্থক করে তোলে।

Spread the News
error: Content is protected !!