বিকলাঙ্গদের ব্যাটারি চালিত টাইসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি বিধায়ক সাজুর

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সোনাই অঞ্চলের বিকলাঙ্গদের সুবিধার্থে ব্যাটারি চালিত টাই সাইকেল দেওয়ার ঘোষণা দিলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। রবিবার সোনাই ক্লাবের প্রেক্ষাগৃহে অসম প্রতিবন্ধী এনজিও-র ডাকে বিকলাঙ্গ অসংখ্য পুরুষ-মহিলা উপস্থিত হন। সংস্থার আমন্ত্রণে সভায় উপস্থিত হন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াও। এতে বিকলাঙ্গরা জানান, তাঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি অরুনোদয় প্রকল্পে বিকলাঙ্গদের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তাঁরা বঞ্চিত রয়েছেন। এতে বিভিন্ন দাবি নিয়ে বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া তাঁর বক্তব্যে জানান, সোনাই অঞ্চলের বিকলাঙ্গদের জন্য ব্যাটারি চালিত ৩০ টি  ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দেবেন সংস্থার হাতে। অরুনোদয় থেকে বঞ্চিত বিকলাঙ্গদের সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি প্রচেষ্টা করবেন। প্রতিবন্ধী এনজিও-র উত্থাপিত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তি করে শারীরিকভাবে অক্ষম মানুষদের সহায়তা করতে সরকারের কাছে দাবি জানাবেন বলে আশ্বাস দেন বিধায়ক সাজু।

সংস্থার সভাপতি খালেদ হোসেনের পৌরহিত্যে সভায় এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাই পুর সদস্য নূর আহমেদ বড়ভূইয়া, কাজিডহর জিপির এপি প্রতিনিধি আমির উদ্দিন, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!