কাশ্মীরে রক্তাক্ত আতঙ্কে মানবতার আলো, গুলিবিদ্ধ পর্যটককে বাঁচালেন সাজ্জাদ

২৫ এপ্রিল : কাশ্মীরের সবুজ উপত্যকায় জঙ্গি হামলার রক্তাক্ত ছায়া। অমরনাথ যাত্রার প্রাক্কালে নির্বিচার গুলিতে নিহত ২৫ পর্যটক, আহত অসংখ্য। এর মধ্যে এক বাঙালি পর্যটক ও স্থানীয় টাট্টুওয়ালাও প্রাণ হারিয়েছেন। তবে আতঙ্কের মধ্যেও মানবতার আলো জ্বালালেন স্থানীয় শাল বিক্রেতা সাজ্জাদ আহমেদ ভাট।

গুলিবিদ্ধ পর্যটকদের পিঠে বহন করে হাসপাতালে পৌঁছে তিনি প্রমাণ করলেন, ধর্মের আগে মানবিকতা।

ইন্ডিয়া টুডেকে সাজ্জাদ বলেন, “পর্যটকদের কাঁদতে দেখে চোখে জল এসে গেল। এঁরাই আমাদের রুজির সঙ্গী।” পহেলগাঁও পনি অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর পেয়ে তিনি ছুটে যান ঘটনাস্থলে। আহতদের জল খাওয়ানো থেকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া-সাজ্জাদের সাহস মুগ্ধ করেছে সবাইকে। স্থানীয় তরুণ সইদ আদিল হুসেন শাহও জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে শহিদ হয়েছেন। তিনি একমাত্র নিহত যিনি পর্যটক নন, কাশ্মীরি মুসলিম।

কাশ্মীরের অর্থনীতির মূল ভরসা পর্যটন। ২০২৪ সালে ২.৩৫ কোটি পর্যটক এসেছেন। এই হামলা পর্যটন শিল্পে ধাক্কা দিলেও সাজ্জাদের মতো মানুষের মানবতা আশার আলো দেখায়। তাঁর কথায়, “ধর্ম নয়, মানুষই আমার কাছে বড়।”

কাশ্মীরে রক্তাক্ত আতঙ্কে মানবতার আলো, গুলিবিদ্ধ পর্যটককে বাঁচালেন সাজ্জাদ

Author

Spread the News