সাবরিনা আলমের বিজ্ঞান  শাখায় স্নাতকে স্বর্ণপদক

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : বিজ্ঞান শাখায় স্নাতকে স্বর্ণপদক পেলেন হাফলঙের কন্যা সাবরিনা আলম। মেঘালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) একাদশ সমাবর্তনে বিজ্ঞান শাখায় স্নাতকে স্বর্ণপদক লাভ করে। বিএসসি বায়োটেকনোলজিতে অসাধারণ ফলাফলের জন্য হাফলং কলেজ রোডের বাসিন্দা সাংবাদিক সামসুল আলম এবং সুলতানা রাফিয়ার কন্যা সাবরিনা আলমকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ৯-১৪ গ্রেড ও-য়ের অসাধারণ সিজিপি এ পেয়ে সাবরিনা বায়টেকনোলজি বিভাগে শীর্ষস্থান দখল করে।

Spread the News
error: Content is protected !!