তেলে ভারতকে আরও ৫ শতাংশ ছাড় রাশিয়ার! উদার বন্ধু প্রীতির পরিচয় পুতিনের

২১ আগস্ট : মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে ভারতের সঙ্গে তেল বাণিজ্য (Oil Business) থামবে না। বরং আলোচনার ভিত্তিতে ভারতীয় ক্রেতারা ৫ শতাংশ ছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল পাবেন। এমন মন্তব্য করলেন ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইয়েভগেনি গ্রিভা (Yevgeny Griva)। তিনি বলেন, ‘রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে প্রায় ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে সেটা আলোচনার ওপর নির্ভর করবে।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন (Roman Babushkin)। তিনি বললেন, ‘ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে আমাদের আস্থা আছে। আমরা নিশ্চিত, বাইরের চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া তেল বাণিজ্য চলতে থাকবে।’

এমন আবহে আগামী দু’মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দিল ভারতের দুইটি তেল শোধন সংস্থা।

এদিকে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছে আমেরিকা। এনিয়ে বেশ সরগরম বিশ্ব রাজনীতি। ওই সময় বিভিন্ন সুত্র মারফত খবর পাওয়া যায় এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। কারণ, রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। এছাড়াও রুশ তেল কেনা নিয়ে আমেরিকা ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!