গৌরব গগৈকে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থের মন্তব্য হাস্যকর, কটাক্ষ কংগ্রেসের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরাকে প্রবেশ নিষিদ্ধ আকসার ঘোষণাটি হাস্যকর বলে কটাক্ষ করল কংগ্রেস। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের কর্তারা সাংবাদিক সম্মেলন করে রূপম নন্দী পুরকায়স্থের ভুমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল, সেই সংগঠনটি আজ শুধু নামেই রয়ে গেছে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোন সম্পর্কই নেই। আকসার সাইনবোর্ড বিক্রি করে রূপম নন্দী পুরকায়স্থ শাসক দলে নিজের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় উঠেপড়ে লেগেছেন। নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থ আকসার নামকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। সস্তার রাজনীতি করার চেষ্টায় রূপম আকসা সংগঠনকে শুধু নিজের প্রচারের জন্য ব্যবহার করছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের।

প্রদেশ সভাপতি গৌরব গগৈ তো দূরের কথা, ক্ষমতা থাকলে কংগ্রেসের একজন সাধারণ সৈনিককে আটকে দেখানোর রূপম নন্দী পুরকায়স্থের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রূপম নন্দী পুরকায়স্থের মতো একজন ক্ষুদ্র সদস্য কংগ্রেসে লক্ষাধিক রয়েছে বলেও এদিন কটাক্ষ করেছেন তিনি। রূপম নন্দীকে সস্তার রাজনীতি থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে, বরাক উপত্যকার উন্নয়ন সহ ছাত্রছাত্রীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল।

Author

Spread the News