নজরবিহীন ঘটনা, সভা স্থগিতের প্রস্তাব শাসক দলের
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : অসম বিধানসভায় নজরবিহীন ঘটনা। সভা স্থগিতের প্রস্তাব করল শাসক দলেরই।
বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদন নিয়ে সভা স্থগিতের প্রস্তাব দেয় শাসক দল। বিরোধীরাও এনেছে সভা স্থগিতের প্রস্তাব।
অধ্যক্ষ অগ্রাহ্য করেন চারটি প্রস্তাব।
এরপর দশ মিনিটের জন্য সভা স্থগিত রাখা হয়।

