পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে বেধড়ক মারধর, অভিযুক্ত গ্রেফতার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ধলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

ধলাই থানা এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াস উদ্দিনের অধীনে কাজ করতেন। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে ২১ আগস্ট তিনি গিয়াসের কাছে যান। অভিযোগ, টাকা চাওয়ার পরই গিয়াস উদ্দিন কাজলকে বেধড়ক মারধর শুরু করে। মারের চোটে কাজল জ্ঞান হারিয়ে ফেলেন।
কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত গিয়াস উদ্দিন পালিয়ে যায়। এদিকে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মারধরের নৃশংস দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

জনগণের তীব্র প্রতিক্রিয়ার পর পুলিশি তৎপরতা আরও বাড়ে। ভিডিওটি সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে হাজতে পাঠানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!