জলপথে অভিযান চালিয়ে ৭৬ কোটি টাকার মাদক উদ্ধার জিরিবামে
বরাক তরঙ্গ, ২০ জুলাই : জলপথে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক বিশাল সাফল্য পেল আসাম রাইফেলস, মণিপুর পুলিশ এবং সিআরপিএফ। রবিবার তিন বাহিনীর যৌথ অভিযানে মণিপুরের জিরিবাম জেলায় বরাক নদীতে এক নৌকায় থেকে মূল্য প্রায় ৭৬ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৬১৬টি হেরোইন ভর্তি সাবান কেস এবং পঞ্চাশ হাজার মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
এ দিন নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যৌথ দলটি বরাক নদীতে, চৌধুরীখাল এবং সাভমফাইয়ের মধ্যে, জিরিবাম এবং ফেজারওয়াল জেলার সীমানায় নৌকা পেট্রোলিং করছিল, সে-সময় দেখা যায় একটি নৌকা। নৌকা লক্ষ্য করে এগোলে মাঝি পালানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। বাহিনী নৌকাটি বাজেয়াপ্ত করে পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। আটক করে শিলচরের এক ব্যক্তিকে।
আসাম রাইফেলস এই অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অগ্রভাগে রয়েছে। নেটওয়ার্কগুলোকে ভেঙে ফেলার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে জওয়ানরা।
