শিলচরের প্রবীণ চার শিক্ষককে সম্মাননা রোটারি গ্রেটারের

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসের শুভক্ষণে সমাজের শিক্ষাদানে নিবেদিতপ্রাণ চারজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের নিজ নিজ বাসভবনে গিয়ে উতরীয়, সম্মাননা স্মারক সম্মান জানালো রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন নাজিরপট্টি পাঠশালার প্রাক্তন শিক্ষিকা জ্যোৎস্না চক্রবর্তী, বুধুরাইল হাইস্কুল

প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপরঞ্জন ভট্টাচার্য, জিসি কলেজের সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মিহির রঞ্জন নাথ, ও শিশুতীর্থ হাইস্কুলের প্রাক্তন প্রধানশিক্ষিকা শুক্লা বিশ্বাস।  

এদিনের অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরে পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব, সম্পাদক রোটারিয়ান অভিজিৎ পাল, রোটারিয়ান পন্না দাস, রোটারিয়ান ডাঃ রোহন বিশ্বাস, রোটারিয়ান সুহাষ ধর, রোটারিয়ান সম্যজিৎ বিশ্বাস এবং ক্লাবের লিটারেসি চেয়ারপার্সন রোটারিয়ান রাজা ভট্টাচার্য।

শিক্ষক শিক্ষিকা দের সম্মান জানিয়ে সভাপতি ডাঃ রজত দেব বলেন, “শিক্ষকরাই আমাদের সমাজের মূল ভিত্তি। তাঁদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ ছাড়া কোনও জাতি এগোতে পারে না। আজ আমরা প্রবীণ শিক্ষকদের সম্মান জানিয়ে আসলে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষকদের মর্যাদা দেওয়ার বার্তা দিচ্ছি।” ক্লাবের লিটারেসি চেয়ারপার্সন রাজা ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন —

“শিক্ষক দিবস শুধু স্মরণ নয়, এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমাদের জীবনে যাঁরা আলোকবর্তিকা জ্বালিয়ে দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা সমাজের প্রত্যেকের দায়িত্ব।”

Spread the News
error: Content is protected !!